Sunday, June 26, 2011

প্রথম পাতা

প্রথম পাতা: "









গোমতী-মেঘনা-তিতাস-ডাকাতিয়া বিধৌত কুমিল্লা একটি প্রাচীন জনপদ। এ জেলায় লালমাই, ময়নামতি, শালবন বিহার, শাহ সুজা মসজিদ, কোটিলা মুড়া, চণ্ডীমুড়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওয়ার সিমেট্রি, ধর্মসাগর, রাণীর দীঘিসহ নানা ঐতিহাসিক নিদর্শন রয়েছে যা আকর্ষণ করে ইতিহাসবিদ ও পর্যটকদের। সংগীতজ্ঞ শচীন দেব বর্মন, রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্ত, কুমিল্লা মডেলের পথিকৃত ড. আখতার হামিদ খান প্রমুখের স্মৃতি বিজড়িত কুমিল্লা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে রূপকল্প ২০২১ কে সামনে নিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানসমূহের সেবা জনগণের কাছে পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধান ও নির্দেশনায় কুমিল্লা জেলা প্রশাসন জেলা তথ্য বাতায়ন তৈরী করেছে। দেশে ও দেশের বাইরে অবস্থানকারী সকলের বিভিন্ন প্রয়োজনে সঠিক, নির্ভরযোগ্য তথ্য সেবা প্রদানই এ তথ্য বাতায়নের লক্ষ্য। জনগণের কাছে সেবা পৌঁছে দিতে ওয়েব সাইটটি সর্ম্পকে জনগণের ইতিবাচক পরামর্শ বা জিজ্ঞাসা সাদরে গৃহীত হবে।


"

No comments:

Post a Comment

Thank's!